এ কেমন প্রতিবাদ

হাজার হাজার মানুষকে রাস্তায় বন্দি রেখে কোন ফিলিস্তিনের জন্য প্রতিবাদে নেমেছেন আপনারা? কে শিখাইছে এই ধরনের প্রতিবাদ? এইগুলো হলো আসল ইসরায়েলি কার্যকলাপ। যাত্রাবাড়ি থেকে গুলিস্তান, জিরেপয়েন্ট, পল্টন, মতিঝিল শত শত লোকাল গাড়ি বন্ধ হয়ে আছে। নারীরা, বৃদ্ধরা, শিশুরা প্রচণ্ড গরমে ছটফট করছে। অনেকে রাস্তায় বমি করছে। একজনকে জিজ্ঞেস করলাম, কারা করছে আয়োজন? বললেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমন সুন্নাত এটা? রাস্তার মোড়ে মোড়ে জড়ো হয়ে কানিচেরা গলাছিলা পাঞ্জাবি পরা চ্যাংড়া পোলাপান ধুমায়া ফটোশুট করতেছে। কী খুশি! একটা ট্র্যাকে একদল পতাকাধারী হ্যান্ডমাইকে ঘোষণা দিচ্ছেন, আমরা আটটা তিরিশে নেমেছি, এখন এগারোটা পনেরো বাজে। প্রয়োজনে আমরা কাফনের কাপড় মাথায় নেব। তারপর স্লোগান, আল জিহাদ আল জিহাদ। ওদিকে হঠাৎ এক নারী কণ্ঠের চিৎকার শুনলাম। দৌড়ে গিয়ে দেখি, প্রেসক্লাবমুখী বাসে বাচ্চা কোলে এক মহিলা আটালি পাটালি কাঁদছেন। শাহবাগের দিকে এক মেয়ে তার বৃদ্ধ মাকে নিয়ে হাঁটা দিছেন। ফিলিস্তিনি পতাকাধারীদের ভিড়ে আগাতে না পেরে পথে বসে পড়েছেন। মেট্রো স্টেশনে অজস্র মানুষের লাইন, লাউডস্পিকারে ঘোষণা দেওয়া হচ্ছে, পরীক্ষার্থীদের আগে টিকেট দেওয়া হবে, তবে এডমিট কার্ড দেখাতে হবে। রাস্তা আটকে মিছিলই কি শুধু প্রতিবাদ? পৃথিবীতে মিছিল ছাড়াও অনেক শক্তিশালী প্রতিবাদের ধরন আছে। দেখেন, কোথাও আমেরিকান অ্যাম্বাসির সংলগ্ন পুকুরে রক্তের রঙ ঢেলে দিছে, কেঁপে উঠেছে বিশ্ব। কবে মানুষ হব আমরা? কবে মুসলমান হব? কবে বুঝব সুন্নাত কোনটা আর কোনটা জাহালত?